গুডবাই ক্রিকেট : ট্রট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে না পারা সম্ভবত মেনেই নিতে পারলেন না ইংলিশ ক্রিকেটার জনথন ট্রট। সুতরাং, আন্তর্জাতিক ক্যারিয়ারকে আর টেনে নেওয়া কেন? সুতরাং, বিদায়। সত্যি সত্যি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ইংলিশ ব্যাটসম্যান ট্রট।
সম্প্রতি টেস্টে ট্রটের ব্যাটিং পজিশন পরিবর্তন করে তুলে আনা হয়েছে ওপেনিংয়ে। কিন্তু নতুন পজিশনে কোনভাবেই উপভোগ করতে পারছিলেন না তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের ছয় ইনিংসে মাত্র ৭২ রান সংগ্রহ করতে পেরেছিলেন ট্রট। যার মধ্যে আর পাঁচটি ইনিংসই ছিল এক অংকের ঘরে।
ট্রটের ৫২ টেস্টের ক্যারিয়ার শেষ হলো বার্বাডোজ টেস্ট দিয়েই। যেখানে দুই ইনিংসে তিনি রান করেছিলেন ০ এবং ৯। প্রথম ইনিংসে শ্যানন গ্যাব্রিয়েলের বাউন্সে উইকেট দেন ট্রট। এরপর দ্বিতীয় ইনিংসে জেরোমে টেলরের বলে এলবিডব্লিউ হয়েছিলেন তিনি।
এই টেস্টের পরই মূলত গুঞ্জন উঠে গিয়েছিল ট্রটের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। শুধু তাই নয়, গ্রানাডা টেস্টের পর তিনি যখন অবসরের ইঙ্গিত দিয়েছিলেন, তখনই এ গুঞ্জন আরও বেশি করে চাউর হতে থাকে। শেষ পর্যন্ত তিনি নিজেই সেই গুঞ্জনের ইতি ঘটালেন এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন। তবে, ঘরোয়া ক্রিকেট, ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি খেলে যাবেন তিনি।
অবসরের ঘোষণা দিতে গিয়ে ট্রট বলেন, ‘এটা সত্যি একটি কঠিন সিদ্ধান্ত। তবে আমি মনে করছি, এই পর্যায়ে এসে ইংল্যান্ড আমার কাছ থেকে যা আশা করে, তা আমি দিতে অক্ষম। সুতরাং, অবসরের ঘোষণা দেওয়া ছাড়া আমার সামনে আর কোন উপায় নেই।’
বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন ট্রট। এ বিষয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই যে, আবারও আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু এ পর্যায়ে এসেই আমার মনে হচ্ছে, ক্যারিয়ারকে আর লম্বা করা ঠিক হবে না।’
৩৪ বছর বয়সী ট্রটের ক্যারিয়ার খুব বেশি লম্বা নয়। ২০০৯ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। অভিষেকেই সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪১ রানে রানআউট হলেও, দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারের ব্যার্থতা সত্ত্বেও ১১৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। শেষ পর্যন্ত ওই ম্যাচে ১৯৭ রানে জিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে অ্যাসেজে পরাজিত করে ইংল্যান্ড।
একই সময় ওয়ানডেতে অভিষেক ঘটে ট্রটের। ওয়ানডে অভিষেকে অবশ্য ডাক মেরেছিলেন ট্রট। যদিও ওই ম্যাচে ডি/এল মেথডে ইংল্যান্ড জিতেছিল ৩ উইকেটের ব্যবধানে।
৫২ টেস্ট খেলে ট্রটের রান ৪৪.০৮ গড়ে ৩৮৩৫। সেঞ্চুরি ৯টি এবং হাফ সেঞ্চুরি ১৯টি। অপরদিকে ওয়ানডে খেলেছেন মাত্র ৬৮টি। ৫১.২৫ গড়ে তিনি রান করেছেন ২৮১৯টি। সেঞ্চুরি ৪টি, হাফ সেঞ্চুরি ২২টি।
মন্তব্য চালু নেই