স্বপ্ন পথের যাত্রী ঈশিতা
লেখাপড়ার পাশাপাশি বিতর্কও ভালো করেন তিনি। স্বপ্ন দেখেছেন নিজের মতো করে। সৃজনশীলতা আর চেষ্টার সমন্বয়ে গড়েছেন নিজেকে । সবার চেয়ে একটু ভিন্ন কিছুর জন্য। আর সেখান থেকেই খুঁজে পেয়েছেন আত্নবিশ্বাস। সেই আত্মবিশ্বাসের কারণেই আজ তিনি স্বপ্ন ছোঁয়ার পথে। বলছিলাম বাংলাদেশের মেয়ে ঈশিতা শারমিন রায়হানের কথা। যিনি এখন সুইডেনের সোদারটন হগস্কলা ইউনিভার্সিটিতে মিডিয়া, কমিউনিকেশন এন্ড কালচারাল এনালাইসিসে মাস্টার্সে পড়াশুনা করছেন।
২০১৪ সালে সুডিশ ইনস্টিটিউট (এস আই) স্কলারশিপ পেয়েছেন সিলেটের হবিগঞ্জের মেয়ে ঈশিতা শারমিন। বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) থেকে ২০১২ সালে মিডিয়া স্টাডিজ এন্ড জারনালিজমে স্নাতক সম্পন্ন করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন্স (বিসিসিপি) থেকে।
২০১৩ সালে ন্যাশনাল ওয়ার্কশপ অন লিডারশীপ ফর দ্যা নেক্সট জেনারেশন অব মিডিয়া প্রফেশনালসে অংশগ্রহণ করেন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশন্স বিভাগ থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা ঈশিতার লেখাপড়ার পাশাপাশি নেতৃত্বের গুণও রয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনে ক্লাবের হয়ে বিভিন্ন কাজ করেছেন। নিয়মিত বিতর্ক করেছেন।করেছেন লেখালেখিও।
ঈশিতা জীবনের প্রতিটি ক্ষেত্রে সৃজনশীলতা আর চেষ্টার সমন্বয়ে ঘটানোর চেষ্ঠা করেছেন। বন্ধুত্ব গড়ে তুলেছেন সমমনা সিনিয়রদের সাথে। তেমনই একজন বন্ধু শোভন চৌধুরী, যিনি সুইডেনে আগে থেকেই অধ্যয়নরত ছিলেন। তার কাছেই এস আই স্কলারশিপের কথা জানতে পারেন। পরে আবেদন করেন স্কলারশিপের জন্য। তারপর মাত্র কয়েক মাসের অপেক্ষার পরই চলে আসে সিই মাহেন্দ্রক্ষণ। পেয়ে যান স্কলারশিপ। স্বপ্ন যেনো স্পর্শ করেন তিনি।সেখানে লেখাপড়ার সুযোগ পেয়ে ভীষণ খুশি ঈশিতা।
মন্তব্য চালু নেই