ইশিতার রেস্টুরেন্টের নাম রাখলেন ‘হোয়াই নট’

জনপ্রিয় অভিনেত্রী ইশিতা এখন দূরে আছেন অভিনয় থেকে। ব্যস্ত আছেন বেসরকারী টেলিভিশন চ্যানেল আই এ অনুষ্ঠান কর্মকর্তা হিসেবে।
সম্প্রতি তিনি শুরু করতে যাচ্ছেন রেস্টুরেন্ট ব্যাবসা। গত ২২ এপ্রিল এমনই ঘোষণা দিলেন নিজের ফেসবুক একাউন্টে। ইশিতা বলেন, খুব শিগগিরই আমার

প্রথম রেস্টুরেন্ট ‘হোয়াই নট’ শুরু করতে যাচ্ছি। সবার দোয়া চাই। সবার শুভেচ্ছা আর সহেযোগীতা ছাড়া এ উদ্যোগ সফল হবে না।’

ইশিতা জানান, ‘হোয়াই নট’-এর মূল বিশেষত্ব হলো, এখানে তাজা, টাটকা খাবার পরিবেশন করা হবে। বড় একটা জুসবারের পাশাপাশি নানা ধরনের চা ও কফিও পাওয়া যাবে। সব বয়সী মানুষের কথা ভেবেই সাজানো হবে মেন্যু।

জানা যায়, রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে ‘হোয়াই নট’ এর অবস্থান। ১১ মে থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন ঈশিতা।



মন্তব্য চালু নেই