তামিম-ইমরুলের র‌্যাংকিংয়ে উন্নতি

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যা করেছে তা রীতিমতো বিস্ময়। ২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তামিম-ইমরুলের রেকর্ড রানের জুটি। যেখানে তামিম করেন ২০৬ রান। আর ইমরুল করেন ১৫০। তাদের রেকর্ড রানের জুটিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ড্র এর দেখা পায়। যা বাংলাদেশের মানুষের কাছে জয়ের সমান।

তামিম-ইমরুলের এই অসাধারণ পারফরম্যান্সের প্রভাব পরেছে তাদের ব্যক্তিগত র‌্যাংকিংয়েও। সদ্য প্রকাশিত আইসিসির র‌্যাংকিংয়ে ব্যাটিংয়ে তামিম এগিয়েছেন আট ধাপ। উঠে এসেছেন ২৭তম স্থানে। প্রথম ইনিংসে ৫১ ও দ্বিতীয় ইনিংসে ১৫০ রান করে ইমরুল ২৪ ধাপ এগিয়ে উঠেছেন ব্যাটিংয়ের ৬৭ নম্বরে। যা তার ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং। অন্যদিকে দুই ধাপ এগিয়ে মুমিনুল হক উঠেছে এসেছেন ২৩ নম্বরে। বাংলাদেশের লিটল মাস্টারের ক্ষেত্রেও এটা তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং।

পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ৬ উইকেট নিয়ে তাইজুল উঠে এসেছেন তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং ৩১তম স্থানে।

এদিকে পাকিস্তানের ব্যাটসম্যানদেরও র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। খুলনা টেস্টে পাকিস্তানের পক্ষে ডবল সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ উঠেছেন ৩৪তম স্থানে। আর আসাদ শফিক ১৮ তম স্থানে।

তথ্যসূত্র : আইসিসি ওয়েবসাইট



মন্তব্য চালু নেই