যে অশালীন কাজে সাত নম্বরে ভারত

ডিউরেক্সের গবেষণায় প্রকাশিত এক তথ্যে জানা গেছে, বিশ্বের যৌনতৃপ্ত দেশ হিসাবে ভারত রয়েছে সপ্তম স্থানে৷ তাদের তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ডের নাম৷ এর পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে স্পেন ও ইতালি। পাঁচ নম্বর স্থানে আছে ব্রাজিল৷

ডিউরেক্সের সংজ্ঞা অনুযায়ী যারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, যারা চাপমুক্ত এবং যাদের মুক্তভাবে যৌনতা-যাপনের সুযোগ আছে তারাই শুধুমাত্র যৌনতৃপ্ত। সবমিলিয়ে যৌনতা-যাপনের শীর্ষ সুখে পৌঁছাতে পারলে তাকেই তৃপ্তি বলে মনে করছে ডিউরেক্স।

এই সংজ্ঞার আওতায় ২৬ টি দেশের প্রায় ২৬ হাজার মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে বিশ্বের শতকরা ৪৪ শতাংশ লোক যৌনতৃপ্ত। সমীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকের বয়স ১৬ এর উপরে।

এই তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ড, মেক্সিকো, অস্ট্রেলিয়া, জার্মানী ও চায়না৷ অন্যদিকে, রোমান্সের দেশ হিসেবে ফান্সের পরিচিতি থাকলেও এই তালিকায় ফান্সের নাম নেই৷ নেই ইউকে বা ইউএসের নামও৷ সমীক্ষায় দেখা গিয়েছে, ইউএসের ৪৮ শতাংশ নাগরিক অরগ্যাজম করেন৷ শুধু তাই নয়, বিশ্বের ৬৪ শতাংশ মহিলা ও পুরুষ প্রতিদিন অরগ্যাজম করেন৷



মন্তব্য চালু নেই