নগ্ন দৃশ্য ফাঁস : রাধিকার পাশে শোয়েতা

সম্প্রতি অনুরাগ কাশ্যাপ পরিচালিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্টের নগ্ন দৃশ্য ফাঁস হওয়ার ঘটনায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণী অভিনেত্রী শোযেতা বাসু প্রসাদ।

ডিএনএকে শোয়েতা বলেন, নগ্ন দৃশ্যটি কোনো ভাবেই যৌন উত্তেজক ছিল না। এটি খুবই সুন্দর, নিষ্পাপ একটি দৃশ্য ছিল। এবং এইভাবে মূল গল্প থেকে দৃশ্যটিকে কেটে নিয়ে হীণ উদ্দেশ্যে ব্যবহারের ঘটনা খুবই লজ্জাজনক।

শোয়েতা বলেন, তিনি নারী ও অভিনেত্রী হিসেবে রাধিকাকে অভিবাদন জানান। এবং একজন অভিনেত্রী হিসেবে এই ঘটনায় কতটা ক্ষতিগ্রস্ত হতে হয় সেটাও বোঝেন তিনি।

চলচ্চিত্রটির নির্মাতা অনুরাগ কাশ্যাপের প্রশংসা করে শোয়েতা বলেন, নির্মাতা নিজে দৃশ্যটি শ্যুট করার সময় নিরাপত্তা বজায় রাখার ব্যাপারটি নিশ্চিত করেছেন। এছাড়া তিনি মনে করেন, যেহেতু অনুরাগ নিজে এক কন্যার পিতা, সেহেতু অত্যন্ত সংবেদনশীলভাবেই পুরো বিষয়টি তিনি তদন্ত করবেন।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী শোয়েতা গত বছর হায়দ্রাবাদের একটি হোটেল থেকে অবৈধ যৌন ব্যবসায় জড়িত একটি চক্রের সঙ্গে গ্রেফতার হন। এরপর দুই মাস পুলিশের তত্ত্বাবধানে পুনর্বাসন কেন্দ্রে কাটান তিনি। পরে তাকে সকল অভিযোগ থেকে অব্যাহতি দেয় আদালত।



মন্তব্য চালু নেই