গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
“একসাথে আমরা প্রতিরোধযোগ্য শিশুমৃত্যু নির্মূল করতে পারি”- এই প্রদিপাদ্য কে সামনে রেখে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার সকালে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এডিপি’র হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার রাখাল সুবাষ গোমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ অসিত রঞ্জন দাস। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর ফকির, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির হাসান, ওয়ার্ল্ড ভিশন এর প্রজেক্ট ম্যানেজার এস. এম. বেলালুর রহমান, প্রজেক্ট অফিসার রিসালাতুন নাহার, কামরুল হাসান জুয়েল। আলোচনা সভায় ফরিদপুর এডিপি কর্মকর্তা, সিবিও নেতৃবৃন্দ, শিশু ফোরাম এর সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই