অভিনেত্রী মাহিয়া মাহীর দাম ৫ কোটি !
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহী অভিনীত ‘অগ্নি’র সফলতার পর ঘোষণা আসে ‘অগ্নি’ সিকুয়েল ‘অগ্নি-২’ এর।
তবে এ ছবিটি কলকাতার এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। ছবিটির শুটিং এরই মাঝে ৫০% শেষ হয়েছে। প্রথমদিকে ‘অগ্নি-২’র বাজেট জানা না গেলেও এখন জানা যাচ্ছে ছবিটির বাজেট নির্ধারণ করা হয়েছে ৭ কোটি টাকা।
যৌথ প্রযোজনায় এটিই সবচেয়ে বড় বাজেট। এর আগে বাংলাদেশের যৌথ প্রযোজনায় অনেক ছবি হলেও এতো বড় বাজেট নিয়ে ছবি নির্মাণ করতে দেখা যায়নি।
‘অগ্নি’তে অভিনয় করেছিলেন মাহিয়া মাহী ও আরিফিন শুভ। কিন্তু ‘অগ্নি ২’-এ মাহির সাথে প্রথম জুটি বেঁধে অভিনয় করছেন ওম। ছবির ৮০ % শুটিং শেষ হয়েছে। থাইল্যান্ডের পর বর্তমানে ছবিটির শুটিং চলছে কলকাতায়।
মন্তব্য চালু নেই