সাইকেলের গতি ৩৩৩ কিমি…! (ভিডিও)
মোটরসাইকেলের গতিই ২০০ কিমি. পার হয়না। তবে সাইকেলের গতি ৩৩৩ কিমি. সম্প্রতি ফ্রান্সিস গিজি নামে এক ফরাসি নাগরিক এমন একটি সাইকেল তৈরী করেছেন যার গতি ৩৩৩ কিমি. এর চেয়েও বেশি। ফ্রান্সিস গিজি ওই সাইকেল চালিয়ে রেকর্ডও করেছেন।
ফ্রান্সের লা ক্যাটালেট মোটর রেসিংয়ে ঘণ্টায় ৩৩৩ কিমি. গতিতে সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। মাত্র ৭ সেকেন্ডেই ছুঁয়ে ফেলেন ফিনিশ লাইন।
রকেট গতির এই সাইকেলের পিছনে জুড়ে দেওয়া হয়েছে তিনটি রকেট ইঞ্জিন। সাইকেলে এমন অবিশ্বাস্য গতি আনতে ইঞ্জিনে ৯০ শতাংশ ব্যবহার করা হয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড। সাইকেলের বিভিন্ন অংশ হাতেই বানিয়েছেন ফ্রান্সিস।
ফ্রেমগুলো তার এক স্প্যানিশ বন্ধুর সাহায্য নিয়ে বানানো। রকেট ইঞ্জিনটির নকশা করেছেন নেরাচার আর্নল্ড।
মন্তব্য চালু নেই