বিএনপি নেতা পিন্টুর মরদেহ ঢাকায়
ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মরদেহ ঢাকায় আনা হয়েছে। রাজশাহী থেকে আজ ভোর সাড়ে ৫টায় পিন্টুর মরদেহ ঢাকায় পৌঁছে। মরহেদ এখন পুরান ঢাকার হাজারীবাগ থানাধীন মনেশ্বর রোডের পিন্টুর বাসায় রাখা হয়েছে।
এর আগে রাজশাহী নগরীর হেতেম খাঁ বড় মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ শেষে পিন্টুর মরদেহ একটি এ্যাম্বুলেন্সে করে রবিবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেন তার স্বজনরা।
রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১১টায় তার আরেকবার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই নাসিম আহমেদ রিন্টু।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে গতকাল রবিবার দুপুর ১২টা ২০ মিনিটে কর্তব্যরত ডাক্তার পিন্টুকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন।
মন্তব্য চালু নেই