প্রধানমন্ত্রীর কাছে সপরিবারে আ জ ম নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন সপরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন।

রোববার সন্ধ্যা ৭টায় গণভবনে তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। এসময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন ও তার সহধর্মিণী শিরিন আকতার, মেয়ে ফাহমিদা তাসনিম নওশীন ও ছেলে আবু সাদেক মোহাম্মদ তানজিব। প্রধানমন্ত্রীও চট্টগ্রামের নতুন নগরপিতাকে অভিনন্দ্ন জানান।

গত ২৮ এপ্রিল চট্টগ্রাম ও ঢাকার তিন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা জয়লাভ করেন। নির্বাচনের একদিন পর ঢাকার দুই মেয়র প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করেছেন।

মেয়রের পারিবারিক সূত্র জানায়, রোববার সন্ধ্যা সাতটায় থেকে রাত ৮টা পযর্ন্ত গণভবনে অবস্থানকালীন সময়ে চট্টগ্রামের মেয়রের সাথে আরো উপস্থিত ছিলেন-চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এম এ সালাম, নগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সহ-সভাপতি গিয়াস উদ্দিন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, নবনির্বাচিত কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, এসএম সোহেল, কেন্দ্রীয় যুবলীগ নেতা আবদুল মান্নান ফেরদৌস।

এছাড়া ঢাকা থেকে যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রিয় সদস্য শামীমুর রহমাম শামীম, আমিনুল ইসলাম আমীন, আলা উদ্দিন নাসিম, ছাত্রলীগের সাবেক সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।

এরআগে রোববার সকালে চট্টগ্রাম থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছে দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

প্রসঙ্গত, গত ২৮ এ্প্রিল সাবেক মেয়র মনজুর আলমকে ১ লক্ষ ৭০ হাজার ৫২৪ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র পদে জয় লাভ করেন আ জ ম নাছির উদ্দিন।



মন্তব্য চালু নেই