নোয়াখালীতে মে দিবস উদযাপনে বাসদের র‌্যালি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে মহান আন্তর্জাতিক মে দিবস উদযাপনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় জেলা শহর মাইজদীর টাউন হল চত্বর থেকে একটি লাল পতাকা নিয়ে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হল মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়।

সভায় বাসদ (মার্কসবাদী) জেলা শাখার আহবায়ক অধ্যাপক মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্টির জেলা শাখার সদস্য সচিব দলিলের রহমান দুলাল, সদস্য বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, সুবর্ণচর উপজেলা শাখার আহবায়ক ডা. আবুল খায়ের, থানারহাট শাখার সমন্বয়ক আবুল হাসেম, পার্টি জেলা কমিটির সদস্য ও ছাত্রফ্রন্ট নেতা বিটুল তালুকদার, সোনাইমুড়ী উপজেলা পার্টি সংগঠক শাহাদাৎ হোসেন রিকাউন প্রমুখ। বক্তাগণ, শ্রমিকরাও মানুষের মতো বাঁচার উপযোগী শ্রম আইন প্রণয়ন, ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ, শ্রম ঘন্টা কার্যকর, কাজের নিশ্চয়তা ও উপযুক্ত পরিবেশ, ট্রেড ইউনিয়ন অধিকার, বিভিন্ন সময়ে শ্রমিক হত্যাতান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ শ্রমিক অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি দাবী জানান।



মন্তব্য চালু নেই