‘নির্বাচনে শেষ পর্যন্ত থাকলে বিএনপি জয়ী হতো’
তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত থাকলে তাদের প্রার্থীরা জয়ী হতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।
আজ রোববার রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় এরশাদ বলেন, বিএনপি হয়তো আশঙ্কা করেছিল নির্বাচনে জয়ী হবে না। এছাড়া ভোট কারচুপির যে ঘটনা ঘটেছে তা না হলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।
সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের শোচনীয় পরাজয়ের বিষয়টি নেতাদের সঙ্গে আলোচনার পর জানানো হবে বলেও জানান জাপার চেয়ারম্যান।
মন্তব্য চালু নেই