জাবিতে শিক্ষকদের গণপদত্যাগের ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভবন বরাদ্দের বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগ ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সব শিক্ষক গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার দুপুরে নিজ নিজ বিভাগে অনুষ্ঠিত সভায় দুই বিভাগের শিক্ষকরা গণপদত্যাগের ঘোষণা দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘বিভাগের সব শিক্ষকই পদত্যাগ করার বিষয়ে একমত হয়েছেন। আজ আমরা সবাই পদত্যাগপত্র জমা দেব।’

বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহকারী প্রফেসর মাজেদা ইসলাম বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে জরুরী বিভাগীয় সভায় উপস্থিত শিক্ষকরা পদত্যাগ এবং সকল শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

এদিকে, সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সিএসই বিভাগের তিন শিক্ষার্থী আমরণ অনশনে বসার দ্বিতীয়দিন শনিবার একই বিভাগের আরও তিন শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সিন্ডিকেট সভায় পরিবেশ বিজ্ঞান বিভাগকে ভূতাত্ত্বিক বিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞান ভবনের ৩য় তলার জায়গা বরাদ্দ দেওয়া হয়।



মন্তব্য চালু নেই