শাহরুখের মতো আরেক শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খানকে টক্কর দিতে আরেক শাহরুখ খান হয়তো ইন্ডাস্ট্রিতে হাজির হবেন কিছুদিন পরে। ৫০ বছর বয়সী শাহরুখকে ২৩ মাস বয়সী আব্রাম টক্কর দিচ্ছে। এরই মধ্যে বাবার মতো মিডিয়ায় তোলপাড় শুরু করেছে ছোট্ট আব্রাম।

shahrukh1

বলিউড মহলের অনেকেই বলছেন বাদশা রূপে আরেক বাদশা আসতে চলেছেন ইন্ডাস্ট্রিতে। এবার এর জ্বলন্ত প্রমাণ দিলেন শাহরুখের বোন শাহনা্জ খান টুইটারে টুইট করেছেন শাহরুখের ছোটবেলার ছবির সঙ্গে আব্রামের ছোট বেলার ছবি।

দুটো ছবি দেখে বোঝার উপায় নেই কোনটি শাহরুখ বা কোনটি আব্রাম। একি রকম চুলের স্টাইল, একি রকম চাহনি সবই যেন শাহরুখের ডুপলিকেট। এবার দেখার পালা কিং খানের মতো তার ছোট্ট কিং কতদূর যেতে পারে।



মন্তব্য চালু নেই