রোনাল্ডোর জন্য জামাকাপড় খুলে ফেললেন টিভি উপস্থাপিকা

রিয়াল মাদ্রিদ ও পর্তুগীজ ফুটবল তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনান্ডোর প্রতি তরুণীদের আকর্ষণের কথা অজানা নয়। কিন্তু তাঁকে ঘিরে উন্মাদনা নয়া মাত্রা পেল। ভেনেজুয়েলার এক টেলিভিশন উপস্থাপিকা তো রিয়েল মাদ্রিদের তারকার কথা বলতে গিয়ে পরনের প্রায় সব জামাকাপড় খুলে ফেললেন।

ইউভি পাল্লারেস নামের ওই উপস্থাপিকা তখন রোনাল্ডোর সঙ্গে প্লেবয় মডেল ড্যানিয়েল শাভেজের সম্পর্ক নিয়ে রোমান্টিক জল্পনা সম্পর্কে খবর পড়ছিলেন। এরমধ্যেই আবেগপ্রবণ হয়ে তিনি নগ্ন হওয়ার সিদ্ধান্ত নেন তিনি, এবং একে একে তিনি তার শরীরের সকল জামাকাপড় খুলে ফেলেন। ভারতীয় একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গিয়েছে।

ওই উপস্থাপিকা সম্ভবত ড্যানিয়েল শাভেজের পদাঙ্ক অনুকরণ করতে চেয়েছিলেন। ড্যানিয়েল শাভেজও পর্তুগীজ স্ট্রাইকার সম্পর্কে উচ্ছ্বসিত ছিলেন। একটি সুন্দরী প্রতিযোগিতায় হারার পর তিনি নগ্ন ছবি পোস্ট করেন। প্রতিযোগিতার বিচারকদের ওই ছবি দেখে বিব্রত না হওয়ার পরামর্শ দেন তিনি।



মন্তব্য চালু নেই