নিশাকে ছাড়াই খালেদার সঙ্গে শারম্যানের বৈঠক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই বিসওয়ালের বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এ বেঠক শুরু হয়। শেষ হয় ৫টা ৭ মিনিটে।

শারম্যানের সঙ্গে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট। তিনিও বেঠকে যোগ দেন। এ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ।

দুই দেশের মধ্যে চতুর্থ অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে বৃহস্পতিবার বিকেলে শারম্যান বিমানযোগে ঢাকায় অবতরণ করেন।

প্রসঙ্গত, ১৪ জানুয়ারি রাতে গুলশানে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ফেরার পথে ২ নম্বর গোল চত্বরের অদূরে ৪৩ নম্বর রোডে গুলিবিদ্ধ হন রিয়াজ রহমান। ওই ঘটনার পর এই প্রথম ফের খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হলো রিয়াজ রহমানের।



মন্তব্য চালু নেই