টি-টোয়েন্টি র্যাংকিংয়েও টাইগারদের উন্নতি
আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়েও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। দশম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে মাশরাফিরা-সাকিবরা।
৩০ এপ্রিল আইসিসির র্যাংকিংয়ের বাৎসরিক হালনাগাদ হওয়ায় ওয়ানডে র্যাংকিংয়েও বাংলাদেশ এক ধাপ এগিয়ে আট নম্বরে উঠে আসে।
টি-২০ র্যাংকিংয়ে বাংলাদেশের ওপরে ছিল আয়ারল্যান্ড। ৮৪ রেটিং পয়েন্ট ছিল তাদের। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ না খেলায় টি-টোয়েন্টি মর্যাদা থাকলেও র্যাংকিংয়ে নেই তারা।
রেটিং পয়েন্ট না বাড়লেও তাই উপরে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৭।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ের প্রথম তিনটি স্থানে কোনো রদবদল হয়নি। শ্রীলঙ্কা, ভারত ও অস্ট্রেলিয়া যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
ইংল্যান্ড ১০০ রেটিং পয়েন্ট নিয়ে সেই আগের অষ্টম স্থানেই আছে। আর বাংলাদেশের পর অবস্থান যথাক্রমে আফগানিস্তান, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের।
মন্তব্য চালু নেই