চার-ছক্কায় জ্বলে উঠেছেন ভয়ঙ্কর তামিম

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছে তামিম ইকবালের ব্যাট। প্রথম ইনিংসে বাংলাদেশ যেসব ভুল করেছে সর্বশেষ রিপোর্টের তথ্যে বলা যায় তামিম একাই যেন তার জবাব দিতে যাচ্ছেন। তামিমের ব্যাটিং স্টাইল দেখে মনে হয় তিনি যেন টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। টেস্ট ম্যাচে তিনি চার-ছক্কার ফুলঝুড়ি ছড়াচ্ছেন।

সঙ্গি হিসাবে পেয়েছেন ইমরুল কায়েসকে। কায়েসকে নিয়ে বেশ ভালো ভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ রিপোর্টে তামিম ৭১ বল থেকে ৬৪ রান করেছেন। এখানে রয়েছে তার ৭ টি চার ও দুইটি ছয়ের মার। অন্যদিকে ইমরুল কায়েস করেছেন ৬২ বলে ৩৬ রান। তার ব্যাট থেকে এসেছে ৫ টি চার ও একটি ছয়ের মার।

আর ২১ ওভার ৫ বল খেলা শেষে বাংলাদেশ ৯৭ রান করে। আর পাকিস্তানের দেয়া লিডের ১৯৫ রান পিছিয়ে থেকে কোনো উইকেট না হারিয়ে ব্যাট করছে বাংলাদেশ।



মন্তব্য চালু নেই