সিটি নিবার্চন সুষ্ঠু হয়নি : সাকি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি)।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সাকালে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ গামেন্ট শ্রমিক সংহতি, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিত সবাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘মানুষের মনে পরিবর্তনের হাওয়া বইছে। মানুষ আগে থেকে অনেক সচেতন হয়েছে। এ ধরনের নিবার্চন মানুষ মেনে নিবে না।’

তিনি বলেন, ‘যাদের জন্য শ্রমিক দিবস পালিত হয়, আজ সেই শ্রমিকরা নিজেদের অধিকার বঞ্চিত। তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গামেন্ট শ্রমিক সংহতি সমন্বয়ক পারভীন আক্তার। সমাবেশ শেষে র‌্যালি বের করা হয়।

উল্লেখ্য, ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জোনায়েদ সাকি। ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ নির্বাচন বর্জন করেন তিনি।



মন্তব্য চালু নেই