স্বাধীনতাবিরোধীরাই জিয়ার সমাধিতে হামলা চালিয়েছে : মাহবুবুর
স্বাধীনতাবিরোধীরাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জে. মাহবুবুর রহমান। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মাহবুবুর রহমান বলেন, জিয়াউর রহমানের সমাধিতে হামলা মুক্তিযুদ্ধের চেতনার ওপরে হামলার শামিল।
তিনি বলেন, চন্দ্রিমা উদ্যানেই জিয়াউর রহমানের সমাধিস্থল, তাই এ এলাকা সংরক্ষিত ও পুলিশের পাহারা রাখার কথা ছিল। কিন্তু পুলিশের পাহারা না থাকায় বুধবার রাতে যে হামলা হয়েছে তাতে সমাধির দশটি মার্বেল পাথর ভেঙে গেছে। প্রসঙ্গত বুধবার রাত ১১টায় কিছু দুর্বৃত্ত জিয়াউর রহমানের সমাধির ১০টি মার্বেল পাথর ভেঙে ফেলে।
মন্তব্য চালু নেই