সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি চায় বিএনপি

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহান মে দিবস উপলক্ষে সমাবেশ করতে চায় বিএনপি। অনুমতি পেলে এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ।
বিএনপি নেতারা জানান, প্রতি বছরের মত এবারও মে দিবসে শ্রমিক-সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। এজন্য ১৪ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও গণপূর্ত অধিদফতরে অনুমতির জন্য আবেদন করা হয়েছে। গণপূর্ত অধিদফতর থেকে অনুমতি দেওয়া হলেও বুধবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের অনুমতি মেলেনি।
জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন এ বিষয়ে বলেন, ‘আমরা ১৫ দিন আগে ডিএমপির অনুমতি চেয়েছি। কিন্তু এখনো অনুমতি পাইনি।’ গণপূর্ত অধিদফতর থেকে সমাবেশের অনুমতি পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘পুলিশের অনুমতি না পাওয়ায় মঞ্চ তৈরি শুরু করা যাচ্ছে না।’
শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঘরোয়াভাবে সমাবেশটি করার চিন্তা রয়েছে বলে জানান তিনি। তবে পুলিশের অনুমতি দরকার হবে সেক্ষেত্রেও।

































মন্তব্য চালু নেই