পত্নীতলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দেবর-ভাবীর মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলার বরহট্রি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দেবর-ভাবীর মৃত্যু হয়েছে। এরা হলেন, মৃত কভু হোসেনের ছেলে ইসমাইল হোসেন (২৫) ও সাদেকুল ইসলামের স্ত্রী মমতা বেগম (৩২)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পত্নীতলা থানার পরিদর্শক (ওসি) আব্দুল রফিক জানান, সন্ধ্যায় ধানক্ষেত থেকে ইসমাইল বাড়ি ফিরছিলেন। এ সময় ওই জমিতে পরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিছুক্ষন পর ভাবী মমতাজ বেগম ঘটনাটি দেখতে পেয়ে ইসমাইলকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত অবস্থায় পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগে জানায় ,পল্লীবিদ্যুতের অবৈধ সংযোগের ফলে এ করুন মর্মান্তিক দুর্ঘটা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।



মন্তব্য চালু নেই