বাংলাদেশ সফরে আসছে ভারত

আগামী জুন মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে ভারত। এই সফরে তারা বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলবে। ওয়ানডে তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর টেস্ট ম্যাচটি হবে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ হেরে যায় আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে। আর আম্পায়ারদের সমালোচনা করে আইসিসির সভাপতির পদ থেকে সরে দাঁড়ান আ হ ম মুস্তফা কামাল। তিনি দ্ব্যর্থ ভাষায় সমালোচনা করেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসনের। বিষয়টি নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয়।

তখন শঙ্কা দেখা দিয়েছিল বাংলাদেশ-ভারতের মধ্যকার এই সিরিজটি নিয়ে। কিন্তু ভারতের ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আইসিসির সভাপতি ও চেয়ারম্যানের দ্বন্দ্ব দুই দেশের সিরিজের মধ্যে কোনো প্রভাব ফেলবে না।

সে অনুযায়ী অবশেষে জুন মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে ভারত।



মন্তব্য চালু নেই