বিয়ের অনুষ্ঠানে ৪ কোটি রুপি নেবেন জ্যাকুলিন

জ্যাকুলিন ফার্নান্দেজের চাহিদা আকাশচুম্বীতে পৌঁছেছে। একেকটি বিজ্ঞাপনে ২ থেকে ৩ কোটি রুপি পর্যন্ত হাঁকিয়েছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে পারফরম করার জন্য ৪ কোটি রুপি দাবি করে বসেছেন জ্যাকুলিন। লন্ডনে এক ধনাঢ্য ব্যবসায়ী তার বিয়েতে নাচের পারফরম করার জন্য আমন্ত্রণ জানান জ্যাককে। সে অনুষ্ঠানে নিজের মুক্তি পাওয়া ছবিগুলোর জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তিনি এমনটাই জানা গেছে। বিজ্ঞাপনের জন্য যথাক্রমে ২ ও ৩ কোটি রুপি হাঁকিয়েছেন জ্যাক। তাই বলে বিয়েতে কয়েক ঘণ্টা নাচের পারফরম করতে ৪ কোটি রুপির কথা জানাজানি হতেই বেশ হৈ চৈ পড়ে যায় চারদিকে। লন্ডনের সে বিয়েতে অংশ নেয়ার জন্য খুব শিগগিরই রওনা হবেন জ্যাকুলিন। সেখানে কয়েক ঘণ্টা পারফরম করার কথা থাকলেও জ্যাক বিয়ে বাড়িতে থাকবেন দু’দিন।



মন্তব্য চালু নেই