লালমনিরহাটে এক বখাটের কারাদন্ড
লালমনিরহাটে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে আরিফুল আমিন(২৯) নামে এক বখাটেকে দুই মাসের জেল ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(২৮এপ্রিল) দুপুরে এ আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন।
সাজাপ্রাপ্ত বখাটে আরিফুল আমিন লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা গ্রামের আজিজুর রহমানের ছেলে।
লালমনিরহাট বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী জানান, শহরের এলজিইডি রোডে বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে ছাত্রীদের প্রায় উত্ত্যক্ত করত বখাটে আরিফুল আমিন।
ছাত্রীদের অভিযোগে বখাটেকে অনেকবার সতর্ক করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা বখাটে আমিনকে হাতেনাতে আটক করে।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ের বখাটে আরিফুল আমিনকে দুই মাসের জেল ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
পরে লালমনিরহাট সদর থানা পুলিশ সাজাপ্রাপ্ত ওই বখাটেকে লালমনিরহাট কারাগারে প্রেরন করেছে বলে নিশ্চিত করেছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম মাহফুজার রহমান।
মন্তব্য চালু নেই