ইউরোপা লিগ
বাসেলকে পেছনে ফেলেছে ভালেন্সিয়া
ইতিহাস গড়ে ইউরোপা লিগের সেমিতে ভালেন্সিয়াপ্রথম লেগে ৩-০ তে পিছিয়ে থেকেও দুই লেগ মিলিয়ে বাসেলকে পেছনে ফেলেছে ভালেন্সিয়া। ২০০৯-১০ মৌসুমে ইউরোপা লিগ শুরুর পর এই প্রথম কোনো দল নক-আউট রাউন্ডে প্রথম লেগে ৩ গোলের ব্যবধানে পিছিয়ে থেকেও পরবর্তী পর্বে জায়গা করে নিতে পারলো। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের সেমি-ফাইনালে ওঠা অন্য দলগুলো হলো সেভিয়া, জুভেন্টাস ও বেনফিকা। নিজেদের মাঠে ভালেন্সিয়া ইতিহাস গড়ে পাকো আলকাসেরের কল্যাণে। দলকে শেষ চারে তুলতে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন স্পেনের এই ফরোয়ার্ড। ৩৮ মিনিটে বাসেলের জালে গোল-বন্যার সূচনা করেন আলকাসের। এর পর ভারগাসের গোলে ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইউরোপা কাপের সাবেক চ্যাম্পিয়নরা। ৭০ মিনিটে আলকাসের তার দ্বিতীয় গোল পান। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৪তম মিনিটে আলকাসের তার হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ১১৮তম মিনিটে বের্নাত করেন দলের পঞ্চম গোল। প্রথম লেগে পোর্তোর মাঠ থেকে ১-০ গোলে হেরে আসা সেভিয়া দ্বিতীয় লেগে নিজেদের মাঠে পোর্তোকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমি-ফাইনালে উঠেছে স্পেনের ক্লাবটি। প্রথম লেগে ফ্রান্সের অলিম্পিক লিওঁকে ১-০ গোলে হারানোর পর নিজেদের মাঠে ২-১ গোলের জয় নিয়ে শেষ চারে উঠেছে ইতালির ক্লাব জুভেন্টাস। পর্তুগালের ক্লাব পোর্তো হারলেও সেমি-ফাইনালে উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশের আরেক ক্লাব বেনফিকা। নেদারল্যান্ডসের ক্লাব এজেড আলকমারকে দ্বিতীয় লেগে ২-০ গোলে হারিয়েছে তারা। প্রথম লেগে বেনফিকার জয়টা ছিল ১-০ গোলের।
মন্তব্য চালু নেই