‘ব্যালট বাক্সের লক খোলা’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে ব্যাপক কারচুপি ও ব্যালট বাক্স আগে থেকেই ‘খোলা থাকার’ অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু।

সাবেক কমিশনার সেন্টু অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইমতিয়াজ খান বাবুলের লোকজন মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মহিলা বুথের ব্যালট বাক্সগুলো দখল করে নেয়। আগে থেকেই বাক্সগুলোর লক খোলা পাওয়া যায়।

তিনি অভিযোগ করেন, সরকারি দলের লোকজন তাদের এজেন্টদের মারধর করে এবং ব্যালট বাক্সগুলো দখলে নেয়।

এর আগে সকালে মোহাম্মদপুরে সেন্টুকে ধাওয়া দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইমতিয়াজ খান বাবুলের লোকজন।

ঘটনাস্থল থেকে প্রতিবেদক জানান, বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

৩১ নম্বর ওয়ার্ডের বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ দেখতে গেলে বাবুলের লোকজন সেন্টুকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে সেন্টু সেখান থেকে চলে যাওয়ার পর পাল্টা হামলা চালায় সেন্টুর লোকজন। দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ভোটাররা ভোট না দিয়েই চলে যান।

পরে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



মন্তব্য চালু নেই