নির্বাচন উপলক্ষে র্যাবের নিরাপত্তা মহড়া
আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে র্যাব। এর অংশ হিসেবে নিরাপত্তার মহড়া দিয়েছেন র্যাব সদস্যরা।
সোমবার বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় এ মহড়া হয়।
জানা গেছে, র্যাবের পক্ষ প্রতিটি ওয়ার্ডে দুটি টহল টিম, একজন কর্মকর্তা, দুটি মোটরসাইকেল পেট্রোল টিম, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং স্ট্রাইকিং ফোর্স থাকবে। একটি করে মনিটরিং সেন্টারও থাকবে প্রতি কেন্দ্রে । সদর দফতর থেকেও মনিটরিং করা হবে। এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জিপিএস ট্র্যাকিং সিস্টেমের ব্যবস্থা করেছে র্যাব। সারা দেশে নিরাপত্তায় থাকছেন র্যাবের পাঁচ হাজার জনবল।
মন্তব্য চালু নেই