২৮ বছরের বন্ধ্যাত্ব ঘোচাবেন মেসি!

বাংলাদেশের বর্তমান প্রজন্মের বড় একটি অংশ আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ ফুটবল এলেই এদেশে যে উন্মাদনা দেখা যায় তার প্রায় সবটা জুড়েই থাকে আর্জেন্টিনা ও ব্রাজিল শিবির।

প্রতি চার বছর পরপর বাংলাদেশ ছাড়াও বিশ্বব্যাপী আর্জেন্টিনার বিপুলসংখ্যক ভক্ত-সমর্থক প্রার্থনা করেন তৃতীয় শিরোপার। অথচ গত ২৮ বছর ধরে তা অধরাই রয়ে গেছে ম্যারাডোনার অনুজদের।

২০তম বিশ্বকাপের চতুর্থ দিনে বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। এদিন বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে তৃতীয় শিরোপা জয়ে শুভযাত্রা শুরু হবে মেসিদের।



মন্তব্য চালু নেই