টেস্টের আগে আরেকটি ধাক্কা খেল পাকিস্তান

সোহেল খান, এহসান আদিল, ইয়াসির শাহ, শোয়েব মাকসুদ। বাংলাদেশের বিপক্ষে খেলার কথা ছিল তাদের। কিন্তু একে একে ইনজুরির কবলে পড়ায় তাদের আর সেই সুযোগটি হয়ে ওঠেনি। সব শেষ এহসান আদিল চোট পান। তার পরিবর্তে উড়িয়ে আনা হয় উমর গুলকে।

চারবার ইনজুরির ধাক্কা খেয়ে পাকিস্তান শিবির এখন ক্লান্ত। এবার সেই ক্লান্তি আরো বাড়ল। কেননা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে রাহাত আলীকে হারিয়ে আরেকটি ধাক্কা খেল পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রাহাতের ইনজুরির বিষয়ে পিসিবি টুইটবার্তায় লিখেছে, ‘হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছে রাহাত আলী। তার ইনজুরি বেশ গুরুতর। তাই দুটি টেস্টেই তাকে পাওয়া যাবে না। যে কোনো মুহূর্তে তার বিকল্প ঘোষণা করবে পাকিস্তানের নির্বাচক প্যানেল।’

প্রসঙ্গত, ১১ টি টেস্ট খেলেছেন রাহাত আলী। নিয়েছেন ৩১ উইকেট। যার ইকোনোমি রেট ৩.০৪। সর্বোচ্চ বোলিং ফিগার ১২৭/৬।



মন্তব্য চালু নেই