অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাধুরী
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাডুকোনের ‘লাভনী’ ডান্স দেখার জন্য। এর আগে এই অভিনেত্রীকেও ‘হামকো আজকাল কে’ গানটির সঙ্গে ‘লাভনী’ ডান্স করতে দেখা গিয়েছিল।
সঞ্জয় লীলা বানসালির নতুন সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাডুকোনকে ‘লাভনী’ ডান্স করতে দেখা যাবে। প্রিয়াংকা ও দীপিকার ‘লাভনী’ ডান্সে সিনেমার এক ক্লাইমেক্স জড়িয়ে রয়েছে যা দর্শকদের জন্য অন্যতম এক আকর্ষণ। ‘লাভনী’ ডান্স হল গান এবং নাচের অপূর্ব এক মিশ্রণ।
মাধুরী নিজেও একজন ক্ল্যাসিকাল ড্যান্সার এবং এর আগে পর্দায় তাকে ঐশ্বরিয়া রাই বচ্চন ও কারিশমা কাপুরের সঙ্গে নাচতে দেখা গেছে। শুধু তাই নয়, ‘দিল তো পাগাল হ্যায়’ সিনেমায় মাধুরীর সঙ্গে কারিশমার নাচের এক প্রতিযোগিতাও ছিল।
মন্তব্য চালু নেই