বাবাকে শ্রদ্ধার দারুণ উপহার

বলিউড অভিনেতা শক্তি কাপুর মেয়ে শ্রদ্ধার কাছ থেকে দারুণ এক কফির মগ উপহার পেলেন। মগের উপরে আবার লেখা রয়েছে ‘রিলিজ গোগো’। ‘ক্রাইম মাস্টার গোগো’ ছিল ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় শক্তি কাপুরের চরিত্রের নাম।

‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার গোগো চরিত্রটি দিয়ে শক্তি কাপুর বলিউডে বেশ পাকাপোক্ত খলনায়কের আসন বানিয়ে ফেলেন। আর তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল।

কয়েকদিন আগেই শ্রদ্ধা এয়ারপোর্টে দেখেন তার বাবার ছোট-বড় ভক্তরা ‘ক্রাইম মাস্টার গোগো’ লেখা মগগুলো কিনছিলেন। তাই দেখে আবেগে আপ্লুত হয়ে শ্রদ্ধাও তার বাবার জন্য একটি মগ কিনে ফেলেন।

উল্লেখ্য, শ্রদ্ধা বর্তমানে ‘এবিসিডি টু’ সিনেমার কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন।



মন্তব্য চালু নেই