গাজীপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের হামলায় ছেলে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলার আতলরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আতলরা গ্রামের মৃত আমির উদ্দিনের স্ত্রী হাসিনা বিবি (৫০) ও মেয়ে আরিফা বেগম (১৯)। আহত ছেলে শাহজাহান (২২)। নিহত আরিফা স্থানীয় ধলাদিয়া কলেজে বিএ ১ম বর্ষের ছাত্রী ছিলেন;

স্থানীয় ইউপি সদস্য কর্পোরাল (অব.) অলেক মিয়া জানান, দরিদ্র এ পরিবারটি মাটির ঘরে থাকতো। একই ঘরের মা ও মেয়ে মেঝেতে এবং ছেলে শাহজাহান চকিতে ঘুমাতেন। রাত দেড়টা/দুইটার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা ওই মাটির ঘরের নড়বড়ে দরজা খুলে ভেতরে ঢুকে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে মা, মেয়ে ও ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আরিফাকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান হাসিনা বিবি।

আরিফাকে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



মন্তব্য চালু নেই