প্রাক্তন বয়ফ্রেন্ডের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রীতি জিন্টার
দিলীপ মজুমদার (কলকাতা): প্রাক্তন বয়ফ্রেন্ড তথা ব্যবসায়ী নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার৷ এব্যাপারে মেরিন ড্রাইভ থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি ৷ আইপিএলের দল কিংস ইলেভেন পঞ্জাবের মালকিন প্রীতির দাবি, ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর শ্লীলতাহানি করেছেন নেস। এমনকি তাঁকে গালাগালি ও হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রীতির।
গতকাল রাতে মুম্বইয়ের মেরিন ড্রাইভ থানায় ৩৯ বছরের অভিনেত্রী ৪৪ বছরের নেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ সূত্রের খবর। প্রীতির দাবি, গত ৩০ মে ওই ঘটনা ঘটে। ওই দিন ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ ছিল কিংস ইলেভেন পঞ্জাবের।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রীতির অভিযোগের ভিত্তিতে নেসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪,৫০৪,৫০৬ এবং ৫০৯ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, কিছু দিন আগে নেস ও প্রীতির পাঁচ বছরের সম্পর্ক ভেঙে গিয়েছে। প্রীতির অভিযোগকে অবশ্য মিথ্যা বলে দাবি করেছেন নেস। এই অভিযোগ তাঁকে আহত করেছে বলে দাবি নেসের৷
মন্তব্য চালু নেই