কোহলিদের হারের হ্যাটট্রিক

চলতি আইপিএল-এ হারের হ্যাটট্রিক করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ নিজেদের প্রথম ম্যাচে ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ছিল কোহলি অ্যান্ড কোম্পানি৷ তারকায় ভরা দল নিয়েও আরসিবি ভক্তদের বারবার নিরাশ করছেন বিজয় মালিয়ার দল৷ চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘরের দর্শকদের সামনে চেন্নাইয়ের কাছে ২৭ রানে পরাস্ত হলেন গেইলরা৷

দলের ঠিক কোথায় কোথায় ভুল হচ্ছে এখনও ধরতে পারছেন না আরসিবি অধিনায়ক৷ কোহলি মনে করছেন, তুলনামূলকভাবে ব্যাটিং ও ফিল্ডিং বিভাগেই বেশি দূর্বল দেখাচ্ছে দলকে৷আরসিবিতে যোগ দিয়েছে বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট অজি বোলার মিচেল স্টার্ক৷ বোলারদের নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর৷ তবে ভারতীয় দলের ডেপুটি বলছেন, পরপর উইকেট পড়ে যাওয়াটাই জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে৷

টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি৷শুরুটা স্মিথ (৩৯) খারাপ না করলেও ব্রেন্ডন ম্যাককালামের (৪) যোগ্য সঙ্গ পেলেন না৷ তবে সুরেশ রায়নার বিধ্বংসি ৩২ বলে ৬২ রানের ইনিংসের দৌলতে ম্যাচে ফেরে চেন্নাই৷৬টি ছয় ও ৪টি চারের দর্শনীয় ইনিংস খেলে চেহেলের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন রায়না৷ফ্যাফ ডু প্লেসিস ৩৩ রানে আউট হন৷ তবে ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভোরা ব্যাট হাতে এদিন ব্যর্থ হন৷ নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে সিএসকে৷ চেহেল ৩টি ও ইকবাল আবদুল্লা ২টি করে উইকেট তুলে নেন৷একটি উইকেট পান স্টর্ক৷

জবাবে অধিনায়কের ৫১ রান ছাড়া ধোনিবাহিনীর বিপক্ষে সকলেই হতাশ করলেন৷ ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, দীনেশ কার্তিক, বিলরাদের কেউই ২৫ রানের গণ্ডিও পেরোতে পারেননি৷ ৮ উইকেটে ১৫৪ রানে শেষ হয় ব্যাঙ্গালোরের ইনিংস৷৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪টি উইকেটে তুলে নিয়ে পার্পল ক্যাপ পেয়ে গেলেন আশিস নেহরা৷

একদিকে, নিজেদের পারফরম্যান্সে হতাশ কোহলি৷ অন্যদিকে ম্যাচের সেরা হওয়ার পর রায়না বলছেন, ‘ইনিংসের প্রথম ৬ ওভার ধরে খেলব ভেবেছিলাম৷ পরিকল্পনা কাজে লেগেছে৷চেন্নাইয়ের স্কোরবোর্ডে আরও ২০ রান যোগ করতে পারলে ভালো হত৷ তবে বোলারদের অসাধারণ পারফরম্যান্স চারটে ম্যাচে জয় এনে দিল৷’



মন্তব্য চালু নেই