রাণীনগরে গম সংগ্রহের উদ্বোধন

নওগাঁর রাণীনগরে গতকাল মঙ্গলবার সরকারি ভাবে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটওয়ারী।

অন্যদের মধ্যে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোঃ শওকত জামিল প্রধান, উপ-সহকারি খাদ্য পরিদর্শক নগেন্দ্রনাথ সরকার প্রমুখ।

উপজেলায় এই মৌসুমে প্রতি কেজি গম ২৮টাকা মূল্যে মোট ৭৩ মেট্টিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধন’র দিনে উপজেলার খট্টেশ্বর রাণীনগর গ্রামের কৃষক শ্রী দিবাকর সরকার ২ মেঃটন গম সরবরাহ করেন।

উল্লেখ্য যে চলতি মৌসুমে রাণীনগর উপজেলায় ২৬০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যার উৎপাদন পরিমান প্রায় ৯৫৫ মেঃটন বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।



মন্তব্য চালু নেই