বেনাপোলের পুটখালি সীমান্তে সাড়ে ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার

যশোরের বেনাপোল পুটখালি সীমান্ত থেকে ভারতীয় ৩ হাজার ৫৬০ বোতল ফেন্সিডিল ও সিটি গোল্ডের বিভিন্ন প্রকার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে পৃথক অভিযানে সীমান্তের ঘোনার মাঠ ও বন্দর এলাকা থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানায়, ভারত থেকে সীমান্ত পথে ফেন্সিডিল ও সিটি গোল্ডের বড় দুটি চালান দেশে ঢুকছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ঘোনার মাঠ এলাকায় অভিযান চালালে ৩ হাজার ৫৬০ বোতল ফেন্সিডিল এবং বন্দর এলাকা থেকে সিটি গোল্ডের গহনার বড় একটি চালান উদ্ধার করা হয়। তবে পৃথক দুটি অভিযানেই বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আটককৃত ফেন্সিডিল ও সিটি গোল্ডের আনুমানিক মূল্য প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা। উল্লেখ্য, গত দেড় মাসে বেনাপোল সীমান্ত থেকে প্রায় শত কোটি টাকার ভারতীয় পণ্য আটকসহ অবৈধভাবে ভারত বাংলাদেশ পারাপারের সময় অন্তত ৫ শতাধীক নারী-পুরুষকে আটক করা হয়েছে। আর পাচারকারী চক্রের হাত থেকে বেশ কয়েকজন উদ্ধার করা হলেও প্রকৃত অপরাধীরা থেকেই যাচ্ছে ধরা ছোয়ার বাইরে।



মন্তব্য চালু নেই