আবারও নির্বাচনী প্রচারণায় এরশাদ
নির্বাচন কমিশন (ইসি) থেকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে অনুরোধ করার ২৪ ঘণ্টা পরই লিফলেট বিতরণে নেমেছেন প্রধানমন্ত্রীর বিশেষদূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মৌচাক থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।
হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়রপ্রার্থী বাহাউদ্দিন আহমদ বাবুল ও দক্ষিণের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমদ মিলনের পক্ষে লিফলেট বিতরণ করেন ও ভোট চান।
তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়াসহ অন্যরা।
রবিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে অনুরোধ জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়।
মন্তব্য চালু নেই