এবছরই হলিপাড়ায় পা হৃতিকের

বলিউডের গ্রিক দেবতা চললেন হলিউড অভিযানে৷ হ্যাঁ এ বছরই হলিপাড়ায় পা পড়তে চলেছে হৃতিক রোশনের৷

‘ব্যাং ব্যাং’ ছবিতে পা গলিয়েছিলেন টম ক্রুজের জুতোয়৷ তবে হৃতিকের নিজস্বতায় সে ছবি একান্তই ভারতীয় হয়ে উঠেছে৷ তবে এ ছবিতেই হৃতিক প্রমাণ করে দিয়েছে হলিউডের মতো অ্যাকশন প্যাক থ্রিলারে কম যান না ভারতীয় নায়করাও৷

গত বছরই ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ পরিচালকের সঙ্গে কাজ করার কথা ছিল তাঁর৷ কোহেনের সঙ্গে হৃতিকের বন্ধুতা বাড়িয়েছিল জল্পনা৷ দুজনকে একসঙ্গে ডিনারে যেতেও দেখা গিয়েছিল৷ তবে গত বছর কোনও হলিউডি প্রোজেক্টের কথা বলেননি হৃতিক৷ বললেন এবার৷ হলিউডে কাজ করা যে তার নিশ্চিত সে কথা নিজেই জানিয়েছেন হৃতিক৷

তবে হলিউডের কোন ছবিতে তাঁকে দেখা যাবে, বা কোহেনের সঙ্গেই তিনি কাজ করছেন কি না, তা অবশ্য খোলসা করে বলেননি হৃতিক৷ আপাতত তাঁকে দেখা যাবে আশুতোষ গাইকোয়াড়ের ‘মহেঞ্জদাড়ো’ ছবিতে৷



মন্তব্য চালু নেই