নাতনির প্রশ্নবাণে জর্জরিত অমিতাভ বচ্চন
নাতনি আরাধ্যা বয়সের তুলনায় অনেক পরিণত, তাকে প্রশ্নবাণে একেবারে জর্জরিত করে ছাড়ে বলে নিজের ব্লগে জানালেন অমিতাভ বচ্চন। অভিষেক-ঐশ্বর্যার মেয়ের বয়স এখন মাত্র তিন। কিন্তু তার ৭২ বছরের দাদু জানিয়েছেন, খুদে মেয়েটা খুবই কৌতূহলী, নানা বিষয়ে তার জানার প্রবল ইচ্ছে এই বয়সেই।
নাতনির সঙ্গে সময় কাটাতে, তার ‘ঘরোয়া বানানো গল্পগুলো’ শুনতে তার ভালো লাগে বলে ব্লগে জানিয়েছেন বিগ বি। লিখেছেন, কচি মেয়েটা পাকা পাকা কথা বলে। আর অবিরাম বকবক করে চলে। যত রাজ্যের প্রশ্ন করে যায়, ওকে সঙ্গ দেওয়ার সবচেয়ে ভালো সময় তো এটাই। ওর বানিয়ে বলা গল্পগুলো, ওর চারপাশ, বন্ধুবান্ধব, পরিবার, খেলনা, ওর ঘর…সব কিছু নিয়ে ওর জগত সম্পর্কে কী ভাবে ও, তা নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করে। এই বিরাট, রুক্ষ বাস্তবের দুনিয়ায় পা রাখার আগে সত্যিই ওদের জীবনের সবচেয়ে সুখের সময় এটা
২০০৭ সালে বিয়ে হয় অভিষেক, ঐশ্বর্যার। আরাধ্যা ভূমিষ্ঠ হয় ২০১১-য়।
মন্তব্য চালু নেই