আ.জ.ম নাছিরের পক্ষে নগরীতে প্রচারণা করলেন এমপি ফজলে করিম চৌধুরী
আ.জ.ম নাছিরের হাতি প্রতিকের ভোট চাইতে মাঠে নেমেছেন চট্টগ্রামের রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি গতকাল নগরী মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, নিউমার্কেটসহ নগরীর বিভিন্ন গুরুরত্বপূর্ণ এলাকায় ভোটারদের কাছে গিয়ে আ.জ.ম. নাছিরের পে ভোট প্রার্থনা করেন।
পরে নগরীর পাথরঘাটায় গিয়ে এক পথ সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, বাবু শ্যামল পালিত, এডভোকেট দীপক কান্তি দত্ত, আলমগীর আলী, নজরুল ইসলাম চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, কামরুল ইসলাম বাহাদুর, জসিম উদ্দিন, সুমন দে, গিয়াস উদ্দিন, তৈয়ব চৌধুরীসহ শতাধিক নেতাকর্মী ও নগরীতে বসবাসরত রাউজানের বাসিন্ধারা।
এসময় ফজলে কমির চৌধুরী বলেন, আ.জ.ম নাছিরকে বিজয়ী করে শেখ হাছিনার হাতকে শক্তিশালি করতে হবে। এতেই এই নগরী বিশ্বের অন্যতম নগরীতে পরিনত হবে। অন্যতায় নগরী আবারো ডাস্টবিনের পুরোনো চিত্র নতুনরূপে ভেসে উঠবে।
মন্তব্য চালু নেই