‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ৮’–এ ইভা মেন্ডেস !
বর্তমান সময়ের আলোচিত সিক্যুয়াল ছবি ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’। আর এই সিরিজের আগামী ছবিতে ফিরতে পারেন ঘোস্ট রাইডার খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ইভা মেন্ডেস।
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-২ এর মধ্যে এজেন্ট মনিকা ফুয়েন্তেসের চরিত্রে থাকলেও পরবর্তী সিক্যুয়ালগুলোতে অনুপস্থিত ছিলেন তিনি। যদিও সিরিজের পঞ্চমটায় তাকে একবারের জন্য দেখা গিয়েছিলো। তবে স্পেশাল অ্যাপেয়ারেন্স নয়, বরং অ্যাজেন্ট মনিকা হয়েই ছবিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানাগেছে।
জানাগেছে, ফাস্ট এন্ড ফিউরিয়াস-৮ –এ গল্পের প্রয়োজনেই ইভা মেন্ডেসকে ফিরিয়ে আনা হচ্ছে। যদিও প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস-৮’ ছবিটি আদৌ বানাবেন কি না তা-ই এখনো অজানা।
তবে আশা করা হচ্ছে, বিশ্বব্যাপী সিরিজের ৭ নম্বর ছবিটির ব্যাপক সাফল্যের পর নিশ্চয় আরো সিক্যুয়াল নির্মাণ করবে প্রযোজক সংস্থা ইউনিভার্সাল পিকচার্স। আর তাতে দেখা যাবে চল্লিশ বছর বয়সি মার্কিন সুন্দরী ইভাকে।
মন্তব্য চালু নেই