অভিষেক-ঐশ্বরিয়ার অষ্টম বিবাহবার্ষিকী (ভিডিও)
বলিউডের আলোচিত জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। আজ এ জুটির ৮ম বিবাহবার্ষিকী।
২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিষেক এবং ঐশ্বরিয়া। তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে বলিউড তারকা এবং ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা। ধাই আক্সার প্রেম কি সিনেমার শুটিংয়ের সময় পরিচয় হয় এ জুটির। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। কুচ না কাহো,বান্টি অওর বাবলি,ওমরাও জান,ধুম টু,গুরু,সরকার রাজ,রাভান সিনেমায় অভিনয় করেছেন তারা। দাম্পত্য জীবনে তাদের আরাধ্য নামের একটি মেয়ে রয়েছে।
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া ‘বচ্চন’ পরিবারের বধূ হওয়ার পর ‘অভিঅ্যাশ’ নামে বলিউডে পরিচিত হয় এ জুটি। হলিউডে ব্যাঞ্জেলিনার মতো বলিউডের অভিঅ্যাশ।
বিবাহবার্ষিকী উপলক্ষে অভিষেক এবং ঐশ্বরিয়াকে পাঠানো ভক্ত এবং সুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বার্তা এবং তাদের জীবনের বিশেষ কিছু অংশ নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
অভিষেক এবং ঐশ্বরিয়া’র বিবাহবার্ষিকী উপলক্ষে নির্মিত ভিডিও :
মন্তব্য চালু নেই