রাজধানীতে সাম্যবাদি দলের কেন্দ্রীয় বর্ধিত সভা
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুরু হয়েছে বাংলাদেশ সাম্যবাদি দলের কেন্দ্রীয় বর্ধিত সভা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এ সভা চলবে শনিবার পর্যন্ত। ৩ দিনের এ সভা থেকে আসতে পারে নতুন কমিটির ঘোষণাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত।
সাম্যবাদি দলের একাধিক পলিট ব্যুরো ও কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। তবে বর্ধিত সভা সকাল ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ১৪ দলের বৈঠকে থাকায় সাড়ে ১২টা বর্ধিত সভা শুরু হয়নি।
অবশ্য দিলীপ বড়ুয়া নির্ধারিত সময়ে বর্ধিত সভায় যোগ দিতে না পারলেও বাংলাদেশ সাম্যবাদি দলের পলিট ব্যুরো সদস্য ধীরেন সিংহ, কেন্দ্রীয় সদস্য মোশাহিদ আহমদ, লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- হারুন চৌধুরী, সাইফুল ইসলাম, মো. দেলয়ার হোসেন, মোহিন উদ্দিন, জাহাঙ্গীর আলম, বাবুল বিশ্বাস প্রমুখ।
মন্তব্য চালু নেই