তারেককে নিয়ে কথা বলা ‘সময়ের অপচয়’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তারেক রহমানকে নিয়ে কথা বলা সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। তার বাবা যা বলেনি এখন সে তা বলা শুরু করেছে। সে পাগলের প্রলাপ বকছে।
প্রধানমন্ত্রীর চীন সফর বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
প্রধানমন্ত্রীর চীন সফরে দেশটির সঙ্গে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে বলেও জানান শাহরিয়ার আলম।
শামীম ওসমানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু জানা নেই বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই