ঘাটাইলে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী
ইউএনওর হস্তক্ষেপে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পৌর শহর খরাবর গ্রামের বাল্য বিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী। শুক্রবার সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা মাকে বাল্য বিবাহ থেকে নিরোৎসাহিত করে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়।
জানা যায়, উপজেলার পৌর এলাকার মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিনের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ফতেয়াপাড়া গ্রামে শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে হওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ না দিতে পারে সে বিষয়ে আইনগত শাস্তির বিধান তুলে ধরে এবং বাল্য বিবাহর কুফল সম্পর্কে অভিভাবকদের অবগত করেন। পরে তারা মেয়ের বয়স ১৮ বছর না হলে তারা মেয়ের কোন প্রকার বিয়ে দিবে না বলে জানিয়ে দেন।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম আওয়ার নিউজ বিডি কে জানান, বাড়িতে গিয়ে মেয়ের বাবাকে না পেয়ে মা জয়গন বেগমকে আমার অফিসে এসে বন্ডে সই করে যেতে বলেছি। মেয়ের পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত যাতে তারা মেয়ের বিয়ের না দেয়। আর বাবা মুক্তিযোদ্ধা হওয়াতে মুক্তিযোদ্ধা কমান্ডার কে এ বিষয়ে অবাহিত করেছি।
মন্তব্য চালু নেই