নাচের জাদু দেখাতে ফিরছেন প্রিয়াংকা-দীপিকা
বলিউডের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালি তার কালজয়ী গান ‘ডোলা রে’র মতই আরও একটি মোহনীয় গান উপহার দিতে যাচ্ছেন তার ভক্তদের। তবে তার এই গানের সঙ্গে মাধুরী আর ঐশ্বরিয়াকে পাওয়া না গেলেও নতুন এই গানের তালে এবার নাচবেন প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাড়ুকোন।
পরিচালক সঞ্জয় লীলা বানসালি তার নতুন সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে আরও একবার কালজয়ী গান সৃষ্টি করতে যাচ্ছেন। মাধুরী আর ঐশ্বরিয়ার নৃত্যপ্রতিভায় যেমন কেঁপে উঠেছিল বলিউডের পর্দা, ঠিক তেমনি নতুন কোন সুরে এবার নাচবেন প্রিয়াংকা ও দীপিকা।
এই সিনেমায় প্রিয়াংকা চোপড়া অভিনয় করছেন মারাঠি সম্রাট বাজিরাওয়ের স্ত্রী কাশি বাইয়ের চরিত্রে। আর দীপিকা অভিনয় করছেন বাজিরাওয়ের প্রেমিকা মাস্তানির ভূমিকায়। জমকালো সাজ ব্যবহার করা হবে এই গানের দৃশ্যায়নের জন্য। এই একটি গানের শুটিংয়ের জন্যই বরাদ্দ করা হয়েছে পুরো দশ দিন। সিনেমাটি এ বছরের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।
মন্তব্য চালু নেই