সাকিব-মাশরাফিদের ছুটির দিন !

পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর পর জয় পেয়েছে বাংলাদেশ। কিন্তু এ নিয়ে দলের মধ্যে নেই কোন ধরণের বাড়তি উচ্ছ্বাস। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে পুরো দলকেই ছুটি দেওয়া হয়েছে। ক্রিকেটারও সবাই কাটিয়েছেন ফুরফুরে মেজাজে।

তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এসেছিল ম্যাচ পূর্ব রূটিন সংবাদ সম্মেলনে। এছাড়া অন্যান্যদের ক্রিকেটীয় ব্যস্ততা ছিল না।

এই সুযোগে নাসির হোসেন এবং মুশফিকুর রহিমও হোটেল থেকে বেরিয়েছেন ব্যক্তিগত কাজ সারতে। এরমধ্যে নাসির হোসেনের কাছ দ্বিতীয় ওয়ানডের টিকেটের বায়না ধরলেন তারই পরিচিত একজন।

এই সময় নাসিরের সঙ্গে কথা বলেই বোঝা গেল বেশ ভালো আছেন তিনি। কিছু কাজ সারতে বাইরে যাচ্ছেন বলে জানালেন নাসির সিরিজের মাঝখানে এমন ছুটি পাওয়াই ভালোঅ লাগছে ক্রিকেটারদের।

এর কিছুক্ষণ পর মুশফিকুর রহিমও বেরিয়ে পড়লেন। তিনি জানালেন কিছুটা সময় নিজের মতই কাটাতে চান।

সিরিজের প্রথম ম্যাচ জিতে নির্ভার হয়ে ছুটি কাটানোর ব্যাপারটার সঙ্গে খুব একটা পরিচয় ছিল না এদেশের ক্রিকেটারদের। কিন্তু এ যে পাল্টে যাওয়া বাংলাদেশ। এখনতো নির্ভার থাকারই সময়।



মন্তব্য চালু নেই