বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘‘আধুনিক শিক্ষাদান পদ্ধতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘‘আধুনিক শিক্ষাদান পদ্ধতি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল ২০১৫) ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য জনাব কামরুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও মানবিক অনুষদের ডীন এবং ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামাল উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ ইমামউদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী, বিভিন্ন বিভাগীয় প্রধানগণ এবং ইউনিভার্সিটির উর্ধ্বতন কর্মকর্তাগণ। কর্মশালাটি পরিচালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক মিস সুর্বনা সেলিম।

Pic-4

প্রধান অতিথির বক্তব্যে বিইউ উপাচার্য (ভারপ্রাপ্ত) কামরুল হাসান যুগোপযোগী আধুনিক শিক্ষার কর্মকৌশল গ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য সহায়ক ভ’মিকা পালনের পাশাপাশি অর্জিত বিদ্যা শ্রেণীকক্ষে প্রয়োগের মাধ্যমে ছাত্র-ছাত্রীরাও উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, দিনব্যাপী এ কর্মশালায় সম্পতি নিয়োগপ্রাপ্ত ২০ জন সিনিয়র ও জুনিয়র শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন বিইউ উপাচার্য (ভারপ্রাপ্ত) কামরুল হাসান।



মন্তব্য চালু নেই